ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

বিপিটিএ'র সভাপতি আবুল কাসেম এর বিধি বহির্ভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার

জাফর আহমেদ

২০২৫-০১-০১ ১২:৩১:০৮ /


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ আবুল কাসেম এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বিধি বহির্ভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পত্র জারি করেছেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ লিয়াকত আলী খান।

গত ২৭/১২/২০২৪ তারিখে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তিনি জানিয়েছেন, সিরাজুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন শাহীন গত ১২/১২/২০২৪ খ্রিঃ তারিখে ঢাকা পিটিআইতে ৫১১ নং রুমে তাঁকে(মোঃ লিয়াকত আলী খান)খবর দিয়ে কিছু কথা বলার জন্য দেখা করার কথা বলে একা পেয়ে জোর করে অন্যায়ভাবে বিধি বহির্ভূত ও অগঠনতান্ত্রিকভাবে প্রণীত বিগত ০৩/১১/২০২৪ খ্রিঃ ও ১৩/১১/২০২৪ খ্রিঃ তারিখে কারন দর্শানোর জবাব না দেয়া পত্র এবং ১৩/১২/২০২৪ খ্রিঃ তারিখে সংগঠনের সভাপতি মোঃ আবুল কাসেমকে স্থায়ী বহিষ্কার পত্র ভয়ভীতি প্রদর্শণ করে তাঁর ইচ্ছার বিরুদ্ধে স্বাক্ষর করিয়ে নেয় এবং তাঁর হাত থেকে জোর করে তাঁর ফোন নিয়ে তারাই তাঁর ফেসবুক আইডি থেকে মনগড়াভাবে পোস্ট দেয়। তিনি এ নিয়ম বহির্ভূত মিথ্যা বহিষ্কারের সাথে কখনও একমত ছিলেন না। 

তিনি পত্রে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অনিচ্ছাকৃতভাবে এহেন কর্মকান্ডের জন্য তিনি অনুতপ্ত এবং এ বিষয়ে অপপ্রচারের জন্যও তিনি দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য যে, গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৫(ক) ও (খ) অনুযায়ী সভাপতি/ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোন অভিযোগ বা সমিতির স্বার্থবিরোধী কর্মকান্ড বা গঠনতন্ত্রের নিয়মাবলী ভঙ্গ করলে এবং প্রমাণিত হলে কার্যকরী সংসদের এক তৃতীয়াংশ ভোটে অনাস্থা প্রস্তাব আনয়নের জন্য সভাপতি/ সাধারণ সম্পাদককে রিকুইজিশন সভা আহবান করতে বলা হবে এবং তাঁরা ৩০ (ত্রিশ) দিনের মধ্যে রিকুইজিশন সভা না করলে পরবর্তীতে যে কোন সদস্য রিকুইজিশন সভা আহবান করতে পারবেন এবং কমপক্ষে দুই তৃতীয়াংশ সদস্য উপস্থিত থেকে উপস্থিতির দুই তৃতীয়াংশ সমর্থনে অনাস্থা প্রস্তাব পাশ করতে হবে অন্যথায় তা কার্যকরী হবে না। তাই তাঁকে দিয়ে জোর করে যে বহিষ্কার করিয়েছে তা দুঃখজনক, অগঠনতান্ত্রিক এবং অকার্যকর। 

সে জন্য সংগঠনের সিনিয়র সহ সভাপতি  মোঃ লিয়াকত আলী খান স্বেচ্ছায় , স্বজ্ঞানে ও সুস্থ্য মস্তিষ্কে অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছেন এবং সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখে মোঃ আবুল কাসেম কেন্দ্রীয় কমিটির কাউন্সিলে ব্যপক সমর্থনে পুনরায় পরবর্তী ৪ বছরের জন্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।

বিডিশিক্ষা /জাআ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

বরখাস্ত হচ্ছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

বরখাস্ত হচ্ছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

যে কারণে একই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক বরখাস্ত হলো

যে কারণে একই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক বরখাস্ত হলো

বিপিটিএ'র সভাপতি আবুল কাসেম এর বিধি বহির্ভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিপিটিএ'র সভাপতি আবুল কাসেম এর বিধি বহির্ভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার