
২০২৫-০১-৩১ ১৯:৩৪:৪৬ / Print
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ'এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ৩১ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টা ৩০মিনিটে শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
' ঢাকাই মসলিনের ইতিহাস ও ঐতিহ্য ' শিরোনামে একুশে পাঠচক্রের ৭৮তম আসরে শিক্ষক শান্তি সাহা'র সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক ফিরোজ আল মামুন ,প্রভাষক স্বপ্না চক্রবর্তী।
সঞ্চালনা করেন করেন শিক্ষক শঙ্করী সূত্রধর।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা আওয়াল হোসেন টুটুল, সমাজ সেবক শাহ ইমরান লিটন তালুকদার,তরুণ সংগঠক সাদ্দাম হোসেন,সাব্বির হোসেন বাদশা,সাংবাদিক শাহাদাত তালুকদার,
সাংবাদিক অমিত চক্রবর্তী,শিক্ষক কপোতি প্রমুখ।
দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন প্রাঞ্জল সাহা, আবৃত্তি করেন সংস্কৃতা কর্মকার,গান পরিবেশন করেন পৌসি সাহা, মনি গাঙ্গুলি, আউয়াল হোসেন টুটুল।