
২০২৫-০২-০৩ ০০:১১:২০ / Print
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে। প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানান, আগামী ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি।
গত ৯ জানুয়ারি সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন তিনি। তবে পরবর্তীতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এক ভিন্ন তথ্য জানান। ২৮ জানুয়ারি তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে নতুন করে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তিনি জানান, মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের অধীনে। তিনি আরও বলেন, এ বিষয়ে গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। সূত্র : জনকণ্ঠ
বিডিশিক্ষা/এফএ