২০২৫-০৯-২৮ ০০:২৮:৫০ / Print
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর অনলাইনে ফরম পূরণের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড।১৩ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা আগামী ১২ অক্টোবর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর ১৩ থেকে ১৯ অক্টোবরের মধ্যে অনলাইনে ফরম পূরণের প্রক্রিয়া (ইএফএফ) সম্পন্ন করতে হবে। একই সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দেয়ারও শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
বাংলা ও ইংরেজি–উভয় ভার্সনের শিক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে কোনো প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনের শিক্ষার্থী থাকলে প্রতিষ্ঠানপ্রধানকে তাদের সংখ্যা উল্লেখ করে একটি তালিকা ১৫ অক্টোবরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে জমা দিতে হবে। তা না হলে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অসুবিধার দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকেই বহন করতে হবে।
এর আগে এ পরীক্ষার নীতিমালা, প্রশ্নের কাঠামো, বিষয়সহ বিভিন্ন নির্দেশনা প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। তবে বিজ্ঞানে ১ ঘণ্টা ৩০ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ১ ঘণ্টা ৩০ মিনিট মিলিয়ে মোট তিন ঘণ্টার পরীক্ষা নেয়া হবে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা-
শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তিতে কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে–
১. পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে উপস্থিত থাকতে হবে।
২. প্রবেশপত্র প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষার কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করতে হবে।
৩. উত্তরপত্রের ওএমআর (OMR) ফরম যথাযথভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না।
৪. পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
৫. কেন্দ্রসচিব ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবে না।
বিডিশিক্ষা /জাআ