
ঢাকা, রবিবার, ১১ এপ্রিল ২০২১
২০২০-১০-২১ ২০:৫৭:৪৫ / Print
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজার দুই সন্তান করোনায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) নড়াইল ডেপুটি কমিশনারের অফিসে একটি কর্মশালায় মাশরাফী নিজেই এ খবর জানান।মিরপুরে মাশরাফীর নিজ বাড়িতে মেয়ে হুমায়রা ও ছেলে সাহেল মোর্তজার চিকিৎসা চলছে বলে জানা গেছে। মাশরাফী তার বাচ্চাদের করোনা আক্রান্তের খবর মঙ্গলবার জানালেও, বেশ কয়েকদিন আগেই হুমায়রা ও সাহেল করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গেল জুনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মাশরাফী বিন মোর্তজা। এরপর তার স্ত্রী সুমনা হক সুমি, শাশুড়ী ও ছোট ভাই মুরসালিন মোর্তজাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পর তারা সুস্থ হয়ে ওঠেন।সূত্রঃ সময় সংবাদ
বিডি-শিক্ষা/এফএ