এটাই হয়তো শেষ সকাল’ ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই মৃত্যু!

অনলাইন ডেস্ক || ২০২১-০৪-২১ ২০:০১:৫৮

image


হয়তো মৃত্যুর জন্যই  অপেক্ষায়ই ছিলেন তিনি। মৃত্যু যন্ত্রণা বুঝতে পেরে নিজের ফেসবুকে লিখেছিলেন, ‘এটাই হয়তো শেষ সকাল’। পোস্ট দেওয়ার পরদিনই মৃত্যু হয়েছে তার।

ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক মনীষা জাদবের মৃত্যু হয় গত সোমবার। করোনায় আক্রান্ত হয়ে এই নারী  আগের দিন রোববার মৃত্যুর ইঙ্গিত দিয়ে একটি পোস্ট দেন ফেসবুকে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মনীষা মুম্বাইয়ের সেওরির টিবি হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।  চিকিৎসা এবং প্রশাসনিক দুটো বিষয়ই  সামলানোর জন্য বেশ নামডাক ছিল তার।

সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন ডাক্তার মনীষা। তার চিকিৎসাও চলছিল । তবে তিনি হয়তো বুঝতে পেরেছিলেন তার হাতে খুব বেশি সময় নেই।

রোববার মনীষা ফেসবুকে লেখেন, ‘এটাই হয়ত শেষ সকাল। আমাকে হয়ত এই প্ল্যাটফর্মে আর দেখতে পাবেন না। সকলে আপনারা ভাল থাকুন।’  তিনি লেখেন, ‘দেহের মৃত্যু হয়। আত্মার নয়। আত্মা অমর’।

এরপরই সোমবার এই মেডিকেল অফিসারের মৃত্যু হয়। 

বিডি-শিক্ষা/এফএ

সম্পাদক ও প্রকাশক - জাফর আহম্মেদ, সম্পাদকের উপদেষ্টা - মোঃ আল হেলাল, আইটি উপদেষ্টা- জরিফ E-mail: bdshikkha.news@gmail.com, Website: www.bd-shikkha.com

বাংলাদেশ শিক্ষা: রোড নং- ০৪, বারিধারা ডিওএইচএস, ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬