রাশিয়ার সহায়তায় করোনা ভ্যাকসিন উৎপাদন করবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক || ২০২১-০৪-২৩ ০০:৫৪:১৮

image


করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার। রাশিয়ার সঙ্গে যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনের আগে প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য বাণিজ্যিকভাবেও ভ্যাকসিন ক্রয় করবে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গতকাল এ তথ্য নিশ্চিত করছেন।


পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন আরো বলেন, রাশিয়া আমাদের টিকা দিতে রাজি আছে। তবে বাংলাদেশের যে চাহিদা, সে অনুযায়ী সেটা তারা পূরণ করতে পারবে না। এ জন্য  তারা আমাদের টিকার ফর্মুলা দিতে রাজি হয়েছে। রাশিয়া আমাদের জানিয়েছে, যৌথভাবে টিকা উৎপাদন হতে পারে। তবে বাংলাদেশকে একটা কাজ করতে হবে। টিকা উৎপাদনের ফর্মুলা বাংলাদেশ অন্য কোন দেশকে দিতে পারবে না।টিকার ফর্মুলা গোপন রাখার শর্তেই আমরা চুক্তিতে সই করেছি। 


তিনি বলেন, আমরা চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি। চীন আমাদের প্রয়োজনীয় ভ্যাকসিন দেবে।  শুরুতেই চীন আমাদের উপহার হিসেবে ৬ লাখ ডোজ টিকা দেবে । এ জন্য আমাদের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, যার খসড়া কাজ ইতোমধ্যেই  শেষ হয়েছে।

বিডি-শিক্ষা /এফএ

সম্পাদক ও প্রকাশক - জাফর আহম্মেদ, সম্পাদকের উপদেষ্টা - মোঃ আল হেলাল, আইটি উপদেষ্টা- জরিফ E-mail: bdshikkha.news@gmail.com, Website: www.bd-shikkha.com

বাংলাদেশ শিক্ষা: রোড নং- ০৪, বারিধারা ডিওএইচএস, ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬