অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের যুক্ত করতে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক || ২০২১-০৬-০৪ ১৮:২৭:৪৭

image


করোনা মহামারির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকার সব শিক্ষার্থীকে সংসদ টিভি ও অনলাইন ক্লাসের সুযোগ দেওয়ার চেষ্টা করেছে। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীকে সংসদ টিভির ক্লাস ও প্রতিষ্ঠান পরিচালিত অনলাইন ক্লাসে সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে । 

মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য দূরশিক্ষণ নিশ্চিত করতে ৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের সংসদ টিভির ও অনলাইন ক্লাসে অংশগ্রহণসংক্রান্ত প্রতিবেদন জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংগ্রহ করে অধিদপ্তরে পাঠাতে আঞ্চলিক উপপরিচালকদের বলা হয়েছে।

নতুন করে নির্দেশনা দিয়ে চিঠি আঞ্চলিক শিক্ষা অফিসগুলোতে চিঠি দিয়েছে মাউশি।

মাউশির তিন দফা নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ের অনলাইন ক্লাসে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের যুক্ত করা ব্যবস্থা করা, স্কুল কর্তৃপক্ষ পরিচালিত অনলাইন ক্লাসগুলোকে জুম বা গুগল মিট বা মাইক্রোসফট টিম বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে মিথস্ক্রিয়া বা ইন্টার‌্যাক্টিভ করা এবং সংসদ টিভির ক্লাস, স্কুলের অনলাইন ক্লাস ও জেলা ও উপজেলা পর্যায়ের অনলাইন ক্লাসগুলো অগ্রাধিকার দিয়ে শ্রেণি রুটিন প্রস্তুত করা।

মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীকে সংসদ টিভি ও অনলাইন ক্লাসে যুক্ত করার বিষয়ে সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সংগ্রহ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে ই-মেইলে (dddshesecondary@gmail.com) অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের।
বিডি-শিক্ষা /এফএ

বাংলাদেশ শিক্ষা পত্রিকার সকল খবর পেতে ভিজিট করুন www.bd-shikkha.com

সম্পাদক ও প্রকাশক - জাফর আহম্মেদ, সম্পাদকের উপদেষ্টা - মোঃ আল হেলাল, আইটি উপদেষ্টা- জরিফ E-mail: bdshikkha.news@gmail.com, Website: www.bd-shikkha.com

বাংলাদেশ শিক্ষা: রোড নং- ০৪, বারিধারা ডিওএইচএস, ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬