মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে যে তারিখ থেকে

বাংলাদেশ শিক্ষা ডেস্ক || ২০২২-০৬-২৬ ১৬:২৩:১৩

image

 

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান গ্রীষ্মকালীন ছুটি ও কোরবানি ঈদ উপলক্ষে আগামী ৩ জুলাই থেকে  বন্ধ থাকবে। ছুটি শেষে ১৯ জুলাই থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

জানা গেছে, ৩ জুলাই থেকে ছুটি শুরু হবে। মাধ্যমিকে ১৫ দিনের ছুটি শেষে আবার বিদ্যালয় খুলবে ১৯ জুলাই। মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদুল আজহা উপলক্ষে আগেই এ ছুটি পূর্বনির্ধারিত ছিল।


এদিকে আগামী মঙ্গলবার (২৮ জুন) থেকে দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আযহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ১৬ জুলাই পর্যন্ত শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের সুবিধার্থে পূর্বে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে'র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয়পূর্বক নির্ধারণ করা হলো।

বিডিশিক্ষা/এফএ

সম্পাদক ও প্রকাশক - জাফর আহম্মেদ, সম্পাদকের উপদেষ্টা - মোঃ আল হেলাল, আইটি উপদেষ্টা- জরিফ E-mail: bdshikkha.news@gmail.com, Website: www.bd-shikkha.com

বাংলাদেশ শিক্ষা: রোড নং- ০৪, বারিধারা ডিওএইচএস, ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬