অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে বলেছেন, শিক্ষক নিয়োগের কাজ চলমান রয়েছে। নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এটি প্রকাশ করা হতে পারে। পদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এটি করতে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসতে হবে। সিদ্ধান্ত না আসায় পদ বাড়ছে কি না, বলা যাচ্ছে না।
দেশের সরকারি ৬৫ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। তিন ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, ৫৩ হাজার ৫৯৫ ও ৫৭ হাজার ৩৬৮ জন।
আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। ৩২ হাজারের বেশি শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও পরে বাড়িয়ে ৪৫ হাজার করা হয়।
বিডিশিক্ষা// এএ
সম্পাদক ও প্রকাশক - জাফর আহম্মেদ, সম্পাদকের উপদেষ্টা - মোঃ আল হেলাল, আইটি উপদেষ্টা- জরিফ E-mail: bdshikkha.news@gmail.com, Website: www.bd-shikkha.com
দৈনিক বাংলাদেশ শিক্ষা: রোড নং- ০৪, বারিধারা ডিওএইচএস, ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬