ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

জাফর আহম্মেদ || ২০২২-১২-২৪ ১৮:৫৪:৩০

image


উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

২৪ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুম (তেপান্তর) এ প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসুচির ২০২২-২৩ অর্থ বছরে নালিতাবাড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ঈফ্ফাত জাহান,ট্রাইভাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, নালিতাবাড়ী উপজেলা শাখার চেয়ারম্যান উপেন নকরেক,প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, ট্রাইভাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, নালিতাবাড়ী উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান বন্ধনা চাম্বুগং ও সাধারণ সম্পাদক হিরন চন্দ্র বর্মন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রাথমিক পর্যায়ের ১৫০ জন্য শিক্ষার্থীদের মাঝে ২৪০০ টাকা হারে ৩ লক্ষ ৬০ হাজার টাকা,মাধ্যমিক পর্যায়ের ১২০ জন্য শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার টাকা হারে ৭ লক্ষ ২০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮০ জন্য শিক্ষার্থীদের মাঝে ৯,৬০০ টাকা হারে ৭ লক্ষ ৬৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ শিক্ষা /জাআ

সম্পাদক ও প্রকাশক - জাফর আহম্মেদ, সম্পাদকের উপদেষ্টা - মোঃ আল হেলাল, আইটি উপদেষ্টা- জরিফ E-mail: [email protected], Website: www.bd-shikkha.com

বাংলাদেশ শিক্ষা: রোড নং- ০৪, বারিধারা ডিওএইচএস, ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬