আবারও ৩দিনের সাধারণ ছুটি ঘোষণা

বিডি শিক্ষা ডেস্ক || ২০২৪-০৮-০৫ ০১:৫৪:৩৩

image


বর্তমান সময়ে দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সোমবার থেকে ৩দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার সরকার নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়।

 এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে ২১ থেকে ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর অফিস আদালত স্বল্প পরিসরে খুলে দেয়া হয়।

গত সপ্তাহের রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই)- এই তিন দিন সরকারি ও বেসরকারি অফিস চলেছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর বুধ (৩১ জুলাই) ও বৃহস্পতিবার (১ আগস্ট) ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস চালু ছিলো।

বিডি শিক্ষা/জাআ

সম্পাদক ও প্রকাশক - জাফর আহম্মেদ, সম্পাদকের উপদেষ্টা - মোঃ আল হেলাল, আইটি উপদেষ্টা- জরিফ E-mail: bdshikkha.news@gmail.com, Website: www.bd-shikkha.com

দৈনিক বাংলাদেশ শিক্ষা: রোড নং- ০৪, বারিধারা ডিওএইচএস, ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬